২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

বিশ্বনবীকে ব্যঙ্গ: নারীর মৃত্যুদণ্ড

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১০:২৫ অপরাহ্ণ, ২১ জানুয়ারি ২০২২

মহানবীকে ব্যঙ্গ, নারীর মৃত্যুদণ্ড 

নিজস্ব প্রতিবেদক, বরিশাল >> সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপে ইসলামের মহানবী হযরত মোহাম্মদ (সা.) ও তার স্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ ব্যঙ্গচিত্র শেয়ার করা ও নবীকে নিয়ে কটূক্তি করায় এক নারীকে মৃত্যুদণ্ড দিয়েছেন পাকিস্তানের আদালত।

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, আনিকা আতিক (২৬) নামে ওই নারীর বিরুদ্ধে ২০২০ সালের মার্চ মাসে রাওয়ালপিন্ডির একটি আদালতে ধর্ম অবমাননার অভিযোগ আনা হয়। এ অভিযোগ প্রমাণিত হওয়ায় বুধবার (১৯ জানুয়ারি) তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়।

আদালত সূত্রে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আনিকা হাসনাত ফারুক নামে তার এক ছেলে বন্ধুকে হোয়াটসঅ্যাপে মহানবী ও তার এক স্ত্রীকে নিয়ে বানানো ব্যঙ্গ ছবি পাঠান। পরবর্তীতে ওই ছেলে বন্ধু বিষয়টি পুলিশকে অবহিত করেন।

তবে আদালতে আনিকা দাবি করেছেন, হাসনাত ফারুক তার ওপর প্রতিশোধ নেওয়ার জন্য তাকে ফাঁসিয়েছেন। আনিকার ভাষ্যমতে, হাসনাত তার সঙ্গে ঘনিষ্ঠ হতে চেয়েছিলেন; কিন্তু তিনি তার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন।

আনিকা এখন পাকিস্তানের সুপ্রিম কোর্টে  মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আবেদন করতে পারবেন।

8 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন