২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

বিশ্ববিদ্যালয়টি কোনো মন্ত্রী বা এমপির দান নয়: বিরোধীদলীয় হুইপ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:৪৮ অপরাহ্ণ, ২৫ অক্টোবর ২০২০

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: সরকার অনুমোদিত ‘সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ সুনামগঞ্জ সদর উপজেলায় স্থাপনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে স্থানীয়রা।

আজ রবিবার দুপুরে সুনামগঞ্জবাসীর ব্যানারে জেলা শহরের আলফাত স্কয়ারে এ কর্মসূচি পালন করা হয়। অনুমোদিত বিশ্ববিদ্যালয়টি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জে স্থাপনের কথা রয়েছে।

সমাবেশে সুনামগঞ্জ-৪ আসনের (সদর ও বিশ্বম্ভরপুর) সাংসদ ও বিরোধীদলীয় হুইপ পীর ফজলুর রহমান মিসবাহ বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুনামগঞ্জের হাওর অঞ্চলের মানুষকে ভালোবেসে এ বিশ্ববিদ্যালয় উপহার দিয়েছেন। এটি কোনো মন্ত্রী বা এমপির দান নয়। এখন এ বিশ্ববিদ্যালয় দক্ষিণ সুনামগঞ্জের শান্তিগঞ্জে স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

কিন্তু সদর উপজেলার সঙ্গে সব উপজেলার ভালো যোগাযোগ রয়েছে। এ জেলার সব উপজেলার মানুষের প্রাণের দাবি, বিশ্ববিদ্যালয়টি সদর উপজেলায় হোক। এ দাবিতে আজ সুনামগঞ্জের সর্বস্তরের মানুষ একাত্ম।

সমাবেশে পীর মিসবাহ পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের উদ্দেশে বলেন, ‘আপনি শুধু শান্তিগঞ্জের বা সুনামগঞ্জের নন, সারা দেশের মন্ত্রী। প্রধানমন্ত্রী আপনাকে সম্মান দিয়েছেন, আমরাও সম্মান করি। তাই বলে আপনি সবকিছু শান্তিগঞ্জে করবেন, এটা দুঃখজনক।

তিনি আরও বলেন, আমরা কোনো এলাকার উন্নয়নের বিরোধী নই। এর আগে সদর উপজেলার সীমানায় মেডিকেল কলেজ স্থাপনের কাজ হলেও আসলে এটিও শান্তিগঞ্জেই হচ্ছে। আরও অনেক প্রতিষ্ঠান আপনি শান্তিগঞ্জে করছেন। এভাবে একের পর এক প্রতিষ্ঠান শান্তিগঞ্জের দুই কিলোমিটারের মধ্যে হলে একসময় সুনামগঞ্জ জেলা শহর অন্ধকারে নিমজ্জিত হবে।’

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সাংসদ পীর ফজলুর রহমান বলেন, ‘আপনি আমাদের আস্থা ও শেষ ভরসাস্থল। সুনামগঞ্জ সদর উপজেলায় এ বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে জেলাবাসী আপনার হস্তক্ষেপ চায়।’

আজকে সমাবেশে আরও বক্তব্য রাখেন হাওর আন্দোলন নেতা মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি সাইফুল ইসলাম সমছু, সাবেক প্যানেল ময়ের মনির উদ্দিন মনির, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ জুবের আহমদ অপু, জাপা নেতা আব্দুর রশিদ প্রমুখ।

উল্লেখ্য, ‘সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ বিল গত ২ মার্চ মন্ত্রীসভার বৈঠকে অনুমোদন লাভ করে। এরপর এটি ৭ সেপ্টেম্বর সংসদে উত্থাপিত হয়। পরে এ–সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভায় বিশ্ববিদ্যালয়টি দক্ষিণ সুনামগঞ্জের শান্তিগঞ্জ এলাকায় স্থাপনের সিদ্ধান্ত হয়।

3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন