২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বিশ্বে ধনী ব্যক্তির বৃদ্ধির তালিকায় শীর্ষে বাংলাদেশ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৮:৪১ অপরাহ্ণ, ৩১ মে ২০২০

বার্তা পরিবেশক, অনলাইন :: গেল এক দশকে এশিয়ায় ধনীর সংখ্যা বেড়েছে সবচেয়ে বেশি। এর মধ্যে ধনকুবেরের সংখ্যা বৃদ্ধির দিক দিয়ে বিশ্বের বৃহত্তম অর্থনীতির অনেক দেশকে পেছনে ফেলে এগিয়ে আছে বাংলাদেশ।
২০১০ থেকে ২০১৯ সাল পর্যন্ত দেশে ৫০ লাখ ডলারের বেশি সম্পদের অধিকারীর সংখ্যা বেড়েছে গড়ে ১৪ দশমিক ৩ শতাংশ।
বহুজাতিক আর্থিক পরামর্শ দানকারী প্রতিষ্ঠান ওয়েলথ এক্সের অ্যা ডিকেড অব ওয়েলথ প্রতিবেদনে উঠে এসেছে বিশ্বের বিভিন্ন দেশের ধনী ব্যক্তির সংখ্যার খবর।
রিপোর্টে দেখা যায়, গেলো ১ দশকে এশিয়ায় ধনী ব্যক্তির সংখ্যা বেড়েছে সবচেয়ে বেশি। প্রথম ১০ টি দেশের ৬ টিই এশিয়ার। তালিকায় শীর্ষ দুই অবস্থানে আছে বাংলাদেশ ও ভিয়েতনাম। দুই দেশেই তরুণ কর্মক্ষম জনগোষ্ঠী ও আঞ্চলিক উৎপাদন বাড়ায় অর্থনীতি সম্প্রসারিত হয়েছে।
এরপরেই রয়েছে ভিয়েতনাম। দেশটিতে ৫০ লাখ ডলারের বেশি সম্পদের অধিকারী ‌১০ বছরে বেড়েছে ১৩ দশমিক ৯ শতাংশ। তৃতীয় অবস্থানে থাকা চীনে ধনীর সংখ্যা বেড়েছে ১৩ শতাংশ। যুক্তরাষ্ট্রের বেড়েছে ৮ দশমিক ২ শতাংশ।
সংস্থাটির গবেষণায় বলা হয়, গেলো দশক ছিলো ধনীদের দশক। ২০১০ সাল থেকে বিশ্বে ধনী ব্যক্তি ও সম্পদের পরিমাণ দ্রুত বেড়েছে। এ হার ৫০ শতাংশের বেশি বেড়েছে। এশিয়ায় ৫০ লাখ ডলারের বেশি সম্পদশালী মানুষের সংখ্যা ৩ গুণ হয়েছে। ওয়েলথ এক্স বলছে, ২০১৯ সালে এসে ধনী ব্যক্তিরা বিশ্বব্যাপী ব্যক্তিগত সম্পদের প্রায় এক তৃতীয়াংশ নিয়ন্ত্রণ করছে, যা প্রায় ১শ’ ৪ ট্রিলিয়ন ডলার। ২০০৫ সালে এ পরিমাণ ছিলো ৫০ ট্রিলিয়ন ডলার।
প্রতিবেদনে দেখা গেছে, এক দশকে চীনে সম্পদশালীর সংখ্যা আশ্চর্যজনকভাবে বেড়েছে। এরপরের অবস্থানে আছে যুক্তরাষ্ট্র, নিউইয়র্ক, হংকং আর টোকিও।

1 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন