২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

বিষাক্ত মদ্যপানে ২৪ জনের মৃত্যু

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৪:৪৯ অপরাহ্ণ, ০৫ নভেম্বর ২০২১

নিজস্ব প্রতিবেদক, বরিশাল >> ভারতের বিহার রাজ্যে বিষাক্ত মদ্যপানে গত দুই দিনে কমপক্ষে ২৪ জনের প্রাণহানী হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়েছেন আরও বেশ কয়েকজন। শুক্রবার এনডিটিভি এ খবর জানায়।

বিহারের পশ্চিম চম্পারন জেলার তেলহুয়া গ্রামে বৃহস্পতিবার বিষাক্ত মদপানে ৮ জনের মৃত্যু হয়। পরে একই রাজ্যের গোপালগঞ্জে মদ্যপানে আরও ১৬ জন মারা যান।

দুই জেলার প্রশাসনের পক্ষ থেকে মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। গত ১০ দিনে বিহারে মদ্যপানে এটা তৃতীয় মৃত্যুর ঘটনা।

এ ঘটনায় বিহারের মন্ত্রী জনক রাম গোপালগঞ্জে যান এবং মৃত ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। অবশ্য এসব ঘটনার পেছনে ষঢ়যন্ত্র দেখছেন তিনি। মন্ত্রী জনক রাম বলেন, ‘ হতে পারে এটা এনডিএ সরকারের বিরুদ্ধে একটা ষঢ়যন্ত্র।’

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন