২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বিসিসিকে ৪৩ লাখ টাকা কর বুঝিয়ে দিল গ্রামীণফোন

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১০:১৪ অপরাহ্ণ, ১৬ জুন ২০১৯

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) ৪৩ লাখ ৮৩ হাজার ৬৭৮ টাকা কর পরিশোধ করেছে মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোন। রোববার দুপুরে বরিশাল নগর ভবনে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর কাছে এই কর প্রদান করেন গ্রামীণফোন বরিশাল শাখার কর্মকর্তারা।

এই তথ্য নিশ্চিত করে কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা বেলায়েত বাবলু বরিশালটাইমসকে জানান, বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় গ্রামীণফোনের ৫৮টি বেইজ স্টেশন রয়েছে। ২০১৩-১৪ থেকে ২০১৮-১৯ অর্থবছরে মোট সাড়ে আট মাসের সিটি কর বকেয়া পড়ে গ্রামীণফোনের। রোববার মেয়রের কাছে এই কর পরিশোধ করে গ্রামীণফোন কর্তৃপক্ষ।

এসময় উপস্থিত ছিলেন- কর্পোরেশনের সচিব ইসরাইল হোসেন, গ্রামীণফোনের সিনিয়র এক্সিকিউটিভ রিদোয়ানুর রহমান চৌধুরী এবং এরিয়া ম্যানেজার ফিরোজ আল মামুন প্রমুখ।’

1 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন