২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

বেতাগীতে জোয়ারে বাঁধ ভেঙে গ্রাম প্লাবিত

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৫:৪৯ অপরাহ্ণ, ১৫ আগস্ট ২০২২

বেতাগীতে জোয়ারে বাঁধ ভেঙে গ্রাম প্লাবিত

বেতাগী (বরগুনা) প্রতিনিধি:: বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে অতি বর্ষণ ও পূর্ণিমার জোয়ারের ফলে বিষখালী নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় বেড়িবাঁধ ভেঙে বরগুনার বেতাগী উপজেলার ৩টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়েছে শতাধিক পরিবার। কৃষকরা ফসলের ব্যাপক ক্ষতি আশঙ্কা করছে।

গত রোববার রাতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) এ বেড়িবাঁধটি ভেঙে যায়। এরপর একের পর এক গ্রাম প্লাবিত হচ্ছে। গতকাল সোমবার দুপুর পর্যন্ত উপজেলার কেওড়াবুনিয়া, গাবুয়া ও ছোট মোকামিয়া গ্রাম প্লাবিত হয়। এসব গ্রামের বাড়ির আঙিনায় পানি থই থই করছে। বাঁধ ভেঙ্গে নদীর পানি ধানক্ষেতে প্রবেশ করে আমনের বীজতলার ব্যাপক ক্ষতি হয়েছে। ভেসে গেছে কয়েকটি মাছের ঘের।

কেওড়াবুনিয়া গ্রামের কৃষক মো. আব্দুর রাজ্জাক বলেন, বিষখালী নদীর পানি হঠাৎ বেড়ে গিয়ে অপ্রত্যাশীভাবে জমিতে পানি ঢুকে আমনের বীজতলা তলিয়ে গেছে।

একই গ্রামের বাসিন্দা আমেনা আক্তার বলেন, বেড়িবাঁধ ভেঙ্গে ঘরে পানি প্রবেশ করেছে। আমরা এখন পানি বন্দি অবস্থায় আছি। এমনকি রান্না-বান্নাও বন্ধ রয়েছে।

এ বিষয়ে বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সুহৃদ সালেহীন বলেন, পনি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলে দ্রুতই ভাঙা বাঁধ সংস্কারের কাজ শুরু করা হবে।

বরগুনা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী নূরুল ইসলাম জানান, ভারী বৃষ্টি, পূর্ণিমা ও বৈরী আবহাওয়ার কারণে পানি বাড়ায় জেলার কয়েক এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। যেসব এলাকায় বাঁধ ভেঙ্গে গেছে তা দ্রুতই মেরামতের উদ্যোগ নেয়া হবে। বিষখালী নদীর পানির উচ্চতা গত কয়েক দিন যাবত বেশি রয়েছে। বৃষ্টি হ্রাস না পাওয়া পর্যন্ত প্রত্যেক জোয়ারে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন