১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বেতাগীতে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় যুবক গ্রেপ্তার

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৭:৪৩ অপরাহ্ণ, ২২ জুলাই ২০২০

হৃদয় হোসেন মুন্না, বেতাগী:: বরগুনার বেতাগীতে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় রেদোয়ানুল হক ফাহাদ (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে বেতাগী থানা পুলিশ।

মঙ্গলবার (২১ জুন) রাতে বরিশালের বাংলাবাজার এলাকা থেকে ফাহাদকে গ্রেপ্তার করা হয়। সে ওই এলাকার একে ফজলুল হকের ছেলে।

পুলিশ জানিয়েছে, বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের বাসিন্দা ও বামনা মহিলা কলেজের প্রভাষক আশ্রাফুল হাসান লিটনের ছবি ব্যবহার করে একটি ফেসবুক আইডি খুলে বিভিন্ন অশ্লীল ছবি, ভিডিও ছড়ানো হচ্ছিলো। এরই প্রেক্ষিতে ওই ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে গত ৮ জুলাই ডিজিটাল নিরাপত্তা আইনে বেতাগী থানায় মামলা করেন লিটন। মামলার তদন্তে ফাহাদের সংশ্লিষ্টতা পায় পুলিশ। পরে বেতাগী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফেরদৌস হোসেন ইমনের নেতৃতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে বরিশালের বাংলাবাজার এলাকা হতে ফাহাদকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বরিশালটাইমসকে জানান, প্রভাষক আশ্রাফুল হাসান লিটন মামলা দায়ের করার পর তদন্তে ফাহাদের সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়। বুধবার ফাহাদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন