১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

বেতাগীতে প্রধানমন্ত্রীর মানবিক অর্থ সহায়তা পায়নি অধিকাংশ মানুষ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৪:২৫ অপরাহ্ণ, ০৩ জুলাই ২০২০

হৃদয় হোসেন মুন্না, বেতাগী :: বেতাগীতে প্রাণঘাতী করোনায় তালিকাভুক্ত বেশিরভাগ অসহায় মানুষ প্রধানমন্ত্রীর ২৫ ‘শ টাকার মানবিক অর্থ সহায়তা পায়নি। রমজানের ঈদের আগে এ সহায়তা কার্যক্রম উদ্বোধন করা হলেও তালিকাভুক্তরা এ অর্থ আদৌ পাবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

জানা গেছে, এ উপজেলায় তালিকাভুক্ত ৭ হাজার ২০০ জন দরিদ্র মানুষকে অর্থ সহায়তা প্যাকেজের আওতায় ২৫ ‘শ করে টাকা দেওয়ার কথা। এর মধ্যে পৌরসভায় ৮৮০ জন, বিবিচিনি ইউনিয়নে ১ হাজার ৩, বেতাগী সদরে ৯১৬, হোসনাবাদে ৯৮৮, মোকামিয়ায় ৮৩৩, বুড়ামজুমদারে ৮৮৫, কাজিরাবাদে ৮০৮ ও সড়িষামুড়িতে ৯২৮ জন তালিকাভুক্ত করা হয়। তাদের মোবাইলে এসএমএস করে বিকাশ কিংবা নগদের মাধ্যমে এ অর্থ পাঠিয়ে দেওয়া হবে। কিন্ত অধিকাংশ উপকারভোগীর মোবাইলে এ অর্থ আজও আসেনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন করে সংশ্লিষ্ট মন্ত্রনালয় থেকে তালিকাভুক্ত ৭ হাজার ২০০ জনের মধ্যে ৪ হাজার ৭৬৫ জনের তালিকা পুনরায় যাচাই-বাছাইয়ের মাধ্যমে সংশোধন করে দেওয়ার নিদের্শনা দেওয়া হয়েছে।
বিবিচিনি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: জিয়াউল হক জানান, তার এলাকায় তালিকাভুক্ত ৯৮ জনের মধ্যে মাত্র ৮ জন টাকা পেয়েছেন বলে তাকে অবহিত করেছেন।

বিবিচিনি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা আবুল কালাম, হসনাবাদ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা হানিফ হাওলাদার, বেতাগী পৌরসভার ৪ নং ওয়ার্ডের বাসিন্দা শাহীনুর বেগম, ৯ নং ওয়ার্ডের নারগিস আক্তার সহ একাধিক উপকারভোগী অভিযোগ করেন, এখনও তাদের হাতে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার টাকা পৌঁছেনি। দীর্ঘদিনেও এ অর্থ না পাওয়ায় আদৌ পাবে কিনা তা নিয়ে তাদের মাঝে সংশয়ের সৃষ্টি হয়েছে। উপজেলা ১টি পৌরসভা সহ ৭টি ইউনিয়নেই প্রায় একই চিত্র। এখানে অর্থ পেয়েছেন খুবই নগণ্য সংখ্যক মানুষ।

মোকামিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম সুজন জানান, মানবিক সহায়তার টাকা পাওয়ার বিষয়টি একটি জটিল প্রক্রিয়া। তার ইউনিয়নে ৮৩৩ জনের তালিকা করা হয়। এখনো তালিকার বেশি সংখ্যক মানুষ অর্থ হাতে পায়নি। উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে বিতরণ করা হলে উপকারভোগীরা সহজেই এ অর্থ পেত।

বেতাগী পৌরসভার প্যানেল মেয়র ও ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর বরুন কৃষ্ণ কর্মকার জানান, তার ওয়ার্ডে তালিকাভূক্ত ৯৪ জনের মধ্যে মাত্র ৫ থেকে ৬ জন টাকা পেয়েছেন। দু:খের বিষয় বাকীদের হাতে আজও টাকা পৌছেনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজীব আহসান বলেন, এ নিয়ে হতাশ হওয়ার কোন কারন নেই। তালিকায় সমস্যা হওয়ায় সংশ্লিষ্ট মন্ত্রনালয় থেকে পুন:রায় যাচাই-বাছাইয়ের মাধ্যমে তা সংশোধন করার নিদের্শনা দেওয়া হয়েছে। ইতোমধ্যে তা দ্রুত সংশোধনীর জন্য স্থানীয়ভাবে সংশ্লিষ্টদের নিদের্শনা দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সকলেই অর্থ পাবেন।

3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন