২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

বেতাগীতে ফাইলেরিয়া রোগের উপর প্রশিক্ষণ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০২:২২ অপরাহ্ণ, ২৫ ফেব্রুয়ারি ২০২১

হৃদয় হোসেন মুন্না, বরগুনা:: বরগুনার বেতাগীতে জনপ্রতিনিধি ও এলাকার সুশীল সমাজ নেতৃবৃন্দের নিয়ে ফাইলেরিয়া রোগের উপর বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে লেপ্রা বাংলাদেশ ও অ্যাসেড বাংলাদেশের কারিগরি সহায়তায় জাতীয় ফাইলেরিয়া নির্মূল কার্যক্রমের আওতায় ফাইলেরিয়া রোগীর অসুস্থতার পরিচর্যা ও বিকলঙ্গতা প্রতিরোধে করণীয় ও সামাজিক উদ্বুদ্ধকরণ বিষয়ের উপর দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. তেন মং এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম পিন্টু,  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. রবিন্দ্রনাথ সরকার, প্রেসক্লাব সভাপতি মো. মিজানুর রহমান মজনু, পৌর আ.লীগ সভাপতি বাবুল আক্তার,  প্যানেল মেয়র মাসুদুর রহমান খান।
6 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন