২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

ব্রাজিলে স্কুলে এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১০:৩৭ অপরাহ্ণ, ১৩ মার্চ ২০১৯

ব্রাজিলের সাও পাওলোতে একটি স্কুলে অজ্ঞাত বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে শিশুসহ নয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচটি শিশু, দুই কিশোর-স্কুলের কর্মীও রয়েছেন।

বুধবার (১৩ মার্চ) সকালে সাও পাওলো রাজ্যের বন্দুকধারীর হামলায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় রাউল ব্রাসিল এলিমেন্টারি স্কুলের আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বলা হয়, মুখোশপড়া দুই তরুণ স্কুলভবনে ঢুকে হাতে থাকা অস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়েন। পুলিশের গুলিতে তারাও নিহত হয়েছেন।

সাও পাওলো রাজ্যের সামরিক পুলিশ বিভাগ জানিয়েছে, সুজানোতে একটি শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে একব্যক্তি এলোপাতাড়ি গুলি করলে বেশ কয়েকজন নিহত হয়েছেন।

সাও পাওলো রাজ্যের গভর্নর জাওয়া দোরিয়া এক টুইট বার্তায় জানিয়েছেন, আমি বন্দুক হামলার খবর জানতে পেরেছি। শিক্ষার্থীদের নৃশংসভাবে হত্যা করেছে ওই বন্দুকধারীরা।

ব্রাজিল বিশ্বের সবচেয়ে সহিংসতাপূর্ণ একটি দেশ হলেও সেখানে স্কুলে বন্দুক হামলার ঘটনা একেবারে বিরল। দেশটিতে এর আগে স্কুলে সবচেয়ে বড় হামলাটি হয়েছিল ২০১১ সালে। রিওডি জেনেরিওতে সাবেক এক শিক্ষার্থীর হামলায় তখন ১২টি শিশু মারা গিয়েছিল।

7 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন