২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

ভান্ডারিয়ায় প্রার্থীদের সাথে পুলিশ প্রশাসনের মতবিনিময়

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১২:০৩ অপরাহ্ণ, ১৯ জুন ২০২১

ভান্ডারিয়ায় ইউপি নির্বাচনে প্রার্থীদের সাথে পুলিশ প্রশাসনের মতবিনিময়

মজিবর রহমান,মঠবাড়িয়া >>  পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় আসন্ন ৫ ইউপি নির্বাচনে চেয়ারম্যান, সংরক্ষিত সদস্য সাধারণ সদস্য পদের প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের সাথে পুলিশ প্রশাসনের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  গতকাল শুক্রবার সকাল ১০ টায় থানা সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ভান্ডারিয়া অফিসার ইনচার্জ (ওসি) মাসুমুর রহমান বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি  হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মাদ ইব্রাহীম। অন্যানোর মধ্যে বক্তব্য দেন, ভান্ডারিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম মিলন, সাংবাদিক শাহজাহান হোসেন, ধাওয়া ইউপি চেয়ারম্যান ও বর্তমান জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থী মোঃ ছিদ্দিকুর রহমান টুলু, আওয়ামী লীগের ধাওয়া ইউপির চেয়ারম্যান প্রার্থী আঃ রশিদ মৃধা, ভিটাবাড়ীয়া ইউপি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী খান এনায়েত করিম, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন তোতা, গৌরিপুর ইউপি চেয়ারম্যান স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাইদুল ইসলাম, বদিউজ্জামান টিপু, মোঃ নাছির উদ্দিন খোকন, মোঃ শওকত হোসেন, মতিউর রহমান সংরক্ষিত মহিলা প্রাথীর হাসিনা বেগম প্রমুখ। ২১ জুন অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে প্রার্থীরা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করার জন্য পুলিশ প্রশাসনের সহায়তা চায়।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মাদ ইব্রাহীম বলেন, ২১ জুন মঠবাড়িয় -ভান্ডারিয়া উপজেলার ইউপি নির্বাচনকে সুষ্ঠু  নিরপেক্ষ অংশীদারিত্বমূলক আইনানুগ ও গ্রহণযোগ্য করতে পিরোজপুর পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে আইনি কাঠামোর মধ্যে থেকে পুলিশ সর্বশক্তি প্রয়োগ করবে।

তিনি আরও বলেন,   পেশী শক্তির উপর ভর করে যারা নির্বাচিত   হতে চান যেসব দুর্বৃত্ত ও বহিরাগতদের লোভাতুর দৃষ্টি এখনো কেন্দ্র দখল কিংবা ব্যালট বাক্সের দিকে তাদের প্রতি তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যেকোনো মূল্যে ইউপি নির্বাচন অবাধ সুষ্ঠু এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।

1 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন