২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটির বেশি

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০২:২৮ অপরাহ্ণ, ২৩ জুন ২০২১

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটির বেশি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল >> প্রতিবেশি দেশ ভারতে আবারও একদিনের ব্যবধানে বেড়েছে করোনায় নতুন করে আক্রান্তের সংখ্যা। গতকাল মঙ্গলবার (২২ জুন) ৫০ হাজারের নিচে আক্রান্ত হলেও একদিন পরে তা আবার ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৫৪ হাজার ৩৯৩ জন মানুষ। একই সময়ে ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১ হাজার ১২৯ জন। আজ বুধবার (২৩ জুন) বেলা ১১ টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।

এদিকে ভারতে মোট করোনা রোগীর সংখ্যা ৩ কোটি ছাড়িয়েছে। এখন ভারতের সামনে রয়েছে কেবল করোনা মহামারিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৫৪ হাজার ৩৯৩ জন মানুষ। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন সংক্রমিত রোগী বেড়েছে প্রায় ৮ হাজার। টানা কয়েকদিন নতুন রোগী শনাক্তের সংখ্যা কমে এলেও বুধবার তা আবারও কিছুটা বেড়ে গেল। সর্বশেষ এই সংখ্যাসহ মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২৮ হাজার ৭০৯ জনে।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ১২৯ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় গত একদিনে মৃত্যু বেড়েছে প্রায় দুইশ। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৯০ হাজার ৬৬০ জন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্তের সংখ্যা বাড়লেও কমছে সক্রিয় রোগী। এক সময় দেশটিতে ৩৭ লাখের বেশি সক্রিয় রোগী থাকলেও কমতে কমতে সেই সংখ্যা নেমে এসেছে প্রায় সাড়ে ৬ লাখের নিচে।

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন