২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

ভারতে ত্রাণবাহী হেলিকপ্টার ভেঙে ৩ জনের মৃত্যু

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৩:৫৫ অপরাহ্ণ, ২১ আগস্ট ২০১৯

ভারতের উত্তরাখণ্ড রাজ্যে বুধবার বন্যাদুর্গতদের জন্য ত্রাণবাহী একটি হেলিকপ্টার ভেঙে পড়েছে। এত কপ্টারটির পাইলট, কো-পাইলটসহ তিন আরোহীর মৃত্যু হয়েছে। নিহত অপরজন স্থানীয় বাসিন্দা। মৃতদের স্বজনদের ১৫ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত।

বুধবার স্থানীয় সময় দুপুর সোয়া ১২টার দিকে রাজ্যের উত্তরকাশীতে এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্য দ্য টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, উত্তরকাশীর মোরি থেকে মোলদিতে ত্রাণ পৌঁছে দিতে গিয়েছিল ওই হেলিকপ্টারটি। কিন্তু পাওয়ার কেবল-এর সঙ্গে ধাক্কা লেগে সেটি ভেঙে পড়ে।

এদিকে তীব্র বর্ষণে উত্তরাখণ্ডের বিস্তীর্ণ এলাকা এখন পানিবন্দি। ইতোমধ্যেই অঞ্চলটিতে বন্যায় মৃত্যু হয়েছে ৩৫ জনের। বিপদসীমার ওপর দিয়ে বইছে বিভিন্ন নদী। মঙ্গলবার উত্তরকাশীর মোরি ব্লক ঘুরে দেখেন রাজ্যের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত। সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া, ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস।

0 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন