২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

ভারতে যাত্রীবোঝাই বাস উল্টে খালে: নিহত ৩৭

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:০০ অপরাহ্ণ, ১৬ ফেব্রুয়ারি ২০২১

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: ভারতের মধ্য প্রদেশে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যাওয়ার পর অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। মঙ্গলবার মধ্যপ্রদেশের সিদ্ধি জেলায় এই দুর্ঘটনায় আরও বেশ কয়েকজনের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। এনডিটিভি।

বাসটিতে প্রায় ৬৫ জন যাত্রী ছিল বলে ধারণা করা হচ্ছে। সাত জনকে উদ্ধার করা হলেও এখনও পর্যন্ত অন্তত ২০ জন নিখোঁজ রয়েছেন। মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল থেকে প্রায় ৫৫০ কিমি দূরে সিদ্ধি জেলায় ভোরে এই দুর্ঘটনা ঘটে। আচমকাই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে সোজা খালে পড়ে যায়। পানিতে ডুবে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের।

বেসরকারি মালিকানাধীন বাসটি সিধি থেকে সাতনা যাচ্ছিল। পথে শারদা খালে দুর্ঘটনায় পড়ে। দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের প্রতিনিধি হিসেবে দুই মন্ত্রী। ফোনে তাদের সঙ্গে যোগাযোগ করে তিনি প্রতি মুহূর্তের খবর নিচ্ছেন।

তিনি জানান, সাত যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিবারের জন্য পাঁচ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন চৌহান।’

6 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন