২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

ভারতে সড়কের পাশে ঘুমন্ত শ্রমিকদের চাপা দিল ট্রাক: নিহত ১৫

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১২:০৩ অপরাহ্ণ, ১৯ জানুয়ারি ২০২১

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: ভারতে সড়কের পাশে ঘুমিয়ে থাকা পরিযায়ী শ্রমিকদের ওপর ট্রাক উঠিয়ে দিলে ১৫ জন নিহত হয়েছেন। গুজরাটের সুরাতের কাছে কোসাম্বা গ্রামে আজ মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকালে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।

এনডিটিভির খবর বলছে, কিম মান্দভি সড়কে ঘুমন্ত শ্রমিকদের ওপর আবর্জনা ফেলার ট্রাক উঠিয়ে দিলে ঘটনাস্থলেই ১২ জন নিহত হন।

আরও আট আহতকে হাসপাতালে নিয়ে গেলে তাদের মধ্যে তিন জনের মৃত্যু হয়েছে। ১৫ শ্রমিক নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে দেশটির পুলিশ।

খবরে বলা হয়, বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সঙ্গে ট্রাকটির ধাক্কা লাগলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

সুরাটের এসপি ঊশা রাধা বলেন, ট্রাকের সম্মুখের কাঁচ ভেঙে গেছে। এতে সামনে কী আছে; তা দেখতে পাচ্ছিলেন না চালক। এরপর রাস্তা থেকে ট্রাকটি বাইরে মোড় নিয়ে ঘুমন্ত শ্রমিকদের ওপর উঠে যায়।

হতাহতরা শ্রমিক হিসেবে কাজ করতে রাজস্থান থেকে গুজরাটে এসেছিলেন।

এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহতদের পরিবারের জন্য দুই লাখ করে এবং আহতদের পঞ্চাশ হাজার রুপি ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দেন তিনি।

2 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন