২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

ভারী বর্ষণে জলমগ্ন ঝালকাঠি শহর

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৪:২৮ অপরাহ্ণ, ২৭ মে ২০২০

ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাব কাটতে না কাটতে ঝালকাঠিতে ভারী বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। শহরের দুয়েকটি সড়ক বাদে অধিকাংশ সড়কে পানি জমে গেছে। বেশ কিছু বসত বাড়ি ও দোকানে পানি ঢুকেছে।

বুধবার (২৭ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত কোনো আগাম পূর্বাভাস ছাড়াই বৃষ্টিপাত হয়। সাথে দমকা হাওয়া ছিল।

এদিকে এই ভারি বৃষ্টিপাতের কারণে ঝালকাঠির সুগন্ধা, বিষখালী ও হলতা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এ কারণে তলিয়ে গেছে ফসলি জমি। পানিবন্দি হয়ে আছে নিম্মাঞ্চলের মানুষ।

সকাল থেকে ঝালকাঠি জেলায় বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন রয়েছে। এসব কারণে চরম ভোগান্তিতে পড়েছে উপকূলীয় জেলা ঝালকাঠির মানুষ।

1 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন