২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

ভাস্কর্য বিরোধীতার নামে অরাজকতা সৃষ্টি করলে দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে: এমপি মহিব

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৪:৩০ অপরাহ্ণ, ২২ ডিসেম্বর ২০২০

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গাবালী:: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ভাস্কর্য বিরোধীতার নামে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায় স্বাধীনতা বিরোধী অপশক্তি। তারা কোন ষড়যন্ত্র করতে চাইলে দাঁত ভাঙ্গা জবাব দেয়া হবে। এসব কথা বলেছেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মহিব্বুর রহমান মহিব। মঙ্গলবার দুপুরে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে ভূমিহীনদের মাঝে খাস জমি বণ্টন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এর আগে উপজেলার ৫ ইউনিয়নে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন এমপি মহিব।

এসময় তিনি আরও বলেন- ধর্মের দোহাই দিয়ে যারা ভাস্কর্যের বিরোধীতা করছে তারা প্রকৃত ধর্মভীরু নয়, তারা ধর্মান্ধ। যেখানে বিশে^র বিভিন্ন মুসলিম দেশে ভাস্কর্য শোভা পাচ্ছে। সেখানে আমাদের দেশে কি সমস্যা? আসলে তাদের মূল উদ্দেশ ভাস্কর্য নিয়ে নয়। দেশকে অস্থিতিশীল করতেই জাতির পিতার ভাস্কর্য নিয়ে প্রশ্ন তুলছেন। ভাস্কর্য ভাঙা সহ তাদের এসব ঘৃণ্য কার্যকলাপে দেশের মানুষ এখন অতিষ্ট। তাই এখন আর বসে থাকার সময় নেই। যেখানেই ভাস্কর্য বিরোধীতা হবে, সেখানেই দাঁত ভাঙা জবাব দিতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- এমপিপত্নী ও আলহাজ¦ জালাল উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফাতিমা আক্তার রেখা, রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মাশফাকুর রহমান, রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্ম (ওসি) দেওয়ান জগলুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাঙ্গাবালী ইউপি চেয়ারম্যান সাইদুজ্জামান মামুন, চরমোন্তাজ ইউপি চেয়াম্যান হানিফ মিয়া, চরমোন্তাজ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু সামসুদ্দিন, রাঙ্গাবালী প্রেসক্লাবের সভাপতি জোবায়ের হোসেন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শিমুল, উপজেলা যুবলীগ নেতা বাবু তালুকদার, উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক রওশান মৃধা, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান শিবলী এবং সাধারণ সম্পাদক সম্পাদক আশিকুর রহমান উজ্জ্বল প্রমুখ।’

6 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন