২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

ভুটানকে হারিয়ে সাফ শুরু বাংলাদেশের কিশোরীদের

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৯:৫৮ অপরাহ্ণ, ০৯ অক্টোবর ২০১৯

স্বাগতিক ভুটানকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপ শুরু করেছে বাংলাদেশের কিশোরীরা। আজ (বুধবার) থিম্পুতে বাংলাদেশের মেয়েরা জিতেছে ২-০ গোলে। দুটি গোলই হয়েছে ম্যাচের প্রথমার্ধে।

২০ মিনিটে শাহেদা আক্তার রিপার গোলে এগিয়ে যায় গোলাম রব্বানী ছোটনের দল। ৩০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রোজিনা আক্তার। বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলবে নেপালের বিরুদ্ধে শুক্রবার নেপালের বিরুদ্ধে।

দুই বছর আগে ঢাকা থেকে যাত্রা শুরু করেছিল দক্ষিণ এশিয়ার কিশোরী ফুটবলারদের টুর্নামেন্ট সাফ অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপ। ঘরের মাঠে দুর্দান্ত দাপট দেখিয়ে বাংলাদেশের কিশোরী জিতেছিল প্রথম আসরের শিরোপা। চ্যাম্পিয়ন হওয়ার পথে বাংলাদেশ দুইবার হারিয়েছিল ভারতকে।

তবে গত বছর ভুটানে সেই ভারতের কাছে ফাইনালে হেরে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব হারায় বাংলাদেশের মেয়েরা। এবার সেই ভুটানে তৃতীয় আসর। গত আসরে ৬ দেশ খেললেও এবার নেই পাকিস্তান ও শ্রীলংকা। তাই প্রথম আসরের মতো এবারও খেলা হচ্ছে সিঙ্গেল লিগ ভিত্তিতে। শীর্ষ দুই দল মুখোমুখি হবে ফাইনালে।

উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে ভারত ৪-১ গোলে হারিয়েছে নেপালকে।

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন