২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

ভেঙে পড়ল ফারাক্কা ব্রিজের একাংশ, নিহত ৩

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১০:১৫ অপরাহ্ণ, ১৭ ফেব্রুয়ারি ২০২০

বার্তা পরিবেশক, অনলাইন:: ভারতের পশ্চিমবঙ্গে ফারাক্কা ব্রিজের গার্ডার ভেঙে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। নির্মাণ কাজ চলাকালীন ব্রিজটির গার্ডার ভেঙে তিন শ্রমিক নিহত ও ৫ জন আহত হয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, গঙ্গা নদীর উপরে মালদাহ-ফারাক্কা সংযোগকারী একটি দ্বিতীয় সেতু নির্মাণের কাজ চলছিল। দেড় বছর আগে সেতুটির কাজ শুরু হয়।

রোববার সন্ধ্যায় ফারাক্কা ব্রিজের কাজ চলছিল। এ সময় কিছু বুঝে ওঠার আগেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ওই ব্রিজের একটি গার্ডার। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন বেশ কয়েকজন শ্রমিক।

স্থানীয় সূত্রে জানা যায়, আচমকা প্রথম ও দ্বিতীয় স্তম্ভের উপরের অংশটি ভেঙে পড়ে। তার উপরে থাকা ক্রেনটিও ভেঙে পড়ে। তখনই ইট, বালির স্তূপের নীচে চাপা পড়ে যান বেশ কয়েক জন শ্রমিক ও ইঞ্জিনিয়ার। গ্যাসকাটার যন্ত্রের সাহায্য তাঁদের উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মোট ৭ জন শ্রমিক আহত হয়েছেন। যাদের সবার আঘাত গুরুতর। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

সেতুটির কাজে নিয়ম মানা হয়নি বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

0 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন