২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

ভোলায় বাজারে আগুন লেগে ২০টি দোকান পুড়ে ছাই

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০২:১২ অপরাহ্ণ, ০৪ মার্চ ২০২০

বার্তা পরিবেশক, ভোলা:: ভোলার বোরহানউদ্দিনে একটি বাজারে আগুন লেগে ২০টি দোকান পুড়ে গেছে। এতে ওই বাজারে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয় বলে জানা গেছে। মঙ্গলবার দিবাগত রাতে মেঘনা নদীর উপকূলবর্তী শেল্টার বাজারে এ দুর্ঘটনা ঘটে।

বোরহানউদ্দিনের ফায়ার সার্ভিস কর্মকর্তা খোরশেদ আলম বরিশালটাইমসকে জানান, স্থানীয় বড় মানিকা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেঘনার তীরবর্তী এলাকায় শেল্টার বাজারটি অবস্থিত। মাছ নির্ভর বড় এই বাজারে কামালের হোটেল থেকে আগুনের সূত্রপাত। কামাল তার দোকানের চুলার উপর রাতে লাকড়ি শুকাতে দেয়। এতে প্রথমে লাকড়িতে আগুন ধরে। পরে পার্শ্ববর্তী দোকানের গ্যাস সিলিন্ডারে আগুন লেগে সিলিন্ডার বিস্ফোরিত হয়ে মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের একটি দল ঘটনা স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

দুর্ঘটনার সংবাদ শুনে রাতেই স্থানীয় ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দার, বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ এনামুল হক ঘটনা স্থান পরিদর্শন করেন। জসিম উদ্দিন হায়দার জানান, আগুনে বাজারে ২০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে দেড় কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে তিনি দাবী করেন।

0 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন