২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

ভোলায় বিকেল ৫টা পর্যন্ত মুদি ও কাঁচাবাজার করতে পারবে ক্রেতারা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৪:২১ অপরাহ্ণ, ২৭ মার্চ ২০২০

বার্তা পরিবেশক, ভোলা  :: করোনাভাইরাস প্রতিরোধে ভোলায় ওষুধ, কাঁচাবাজার ও মুদি দোকান ছাড়া সব ধরনের দোকান পাট বন্ধ করে দেয়া হয়েছে গত ২৫ মার্চ বুধবার থেকে। নতুন করে আজ শুক্রবার থেকে বিকেল ৫টার পর শুধুমাত্র ওষুধের দোকান ছাড়া কোনো দোকান খোলা থাকবে না বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

ভোলার জেলা প্রশাসক মো. মাসুদ আলম ছিদ্দিক বরিশালটাইমসকে জানান, করোনাভাইরাস প্রতিরোধে জনসমাগম বন্ধ করতে শুক্রবার থেকে প্রতিদিনই সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মুদি দোকান ও কাঁচাবাজার খোলা থাকবে। তবে ওষুধের দোকান সব সময়ই খোলা থাকবে। ওই সময় মানুষ ওষুধ ক্রয় ও হাসপাতালের যাওয়া ছাড়া ঘর থেকে বের হতে পারবে না।
তিনি আরও জানান, ইতোমধ্যে ভোলার সকল গণপরিবহন বন্ধ করে দেয়া হয়েছে। তবে রিকশা চলাচল করবে। কিন্তু একটি রিকশায় একজনের বেশি যাত্রী নিয়ে চলাচল করতে পারবে না। বিনাকারণে কোনো মানুষ যাতে ঘর থেকে না বের হয় সেজন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও নৌ বাহিনী কাজ করছেন।

2 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন