২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

ভোলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে গাছ কর্তন

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১১:০৯ অপরাহ্ণ, ২৫ জানুয়ারি ২০২৩

ভোলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে গাছ কর্তন

ভোলাপ্রতিনিধি :: ভোলার দৌলতখানে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আবদুল মন্নান নামে এক ব্যক্তির বাগানের গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গত সোমবার উপজেলার চরপাতা ইউনিয়নের লেজপাতা গ্রামের আবদুল মন্নান ডাক্তার বাড়িতে। ৯৯৯ ফোন পেয়ে দৌলতখান থানার উপ-পরিদর্শক আবু হানিফ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ভুক্তভোগী আবদুল মন্নান জানান, তার ২৬ শতাংস দখলীয় জমি নিয়ে এক সপ্তাহ ধরে ছোট ভাই ইকবালের সাথে বিরোধ চলে আসছে। এনিয়ে একাধিকবার গ্রাম্যভাবে শালিশ বৈঠকের আয়োজন করা হলেও এর কোন সুরাহ হয়নি। গত সোমবার ছোট ভাই ইকবাল বহিরাগত ২০-৩০ জন সন্ত্রাসী নিয়ে আমার ঘরের পাশের একটি বাগানের বিভিন্ন ফলজ গাছ কর্তন করে। এতে আমি বাধা দিলে আমাকে দেশীয় অস্ত্র (দা) নিয়ে তেরে আসে। পরে ৯৯৯ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংশ্লিষ্ট ইউপি সদস্য আবদুল অদুদ বলেন, বিষয়টি জানতে পেরেছি। তবে গাছ কাটার ঘটনাটি দুঃখজনক।

অভিযুক্ত ইকবালের সাথে যোগাযোগ করে পাওয়া যায়নি। তাই তার বক্তব্য দেওয়া সম্ভব হয়নি।

দৌলতখান থানার উপপরিদর্শক (এসআই) আবু হানিফ বলেন, ৯৯৯ ফোন পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছেন।

 

6 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন