২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

ভোলায় বাস-অটোরিকশা সংঘর্ষে কলেজছাত্রীসহ নিহত ৪

বরিশালটাইমস, ডেস্ক

প্রকাশিত: ১১:৪৯ পূর্বাহ্ণ, ১৭ মার্চ ২০২৩

ভোলায় বাস-অটোরিকশা সংঘর্ষে কলেজছাত্রীসহ নিহত ৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় একটি বাস ও দুইটি অটোরিকশার মধ্যে সংঘর্ষে দুই কলেজছাত্রীসহ চার জন নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৯টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বাংলাবাজারের দক্ষিণ পাশে ওতরুদ্দিন নামক স্থানে এই দুর্ঘটনা ঘটেছে।

বোরহানউদ্দিন থানার এসআই মো. মনজুর রহমান এই তথ্য বরিশালটাইমসকে নিশ্চিত করেন।

নিহতরা হলেন- দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কয়সর মাতাব্বরের মেয়ে রিমা (১৭), একই বাড়ির জাহাঙ্গীরের মেয়ে শিখা (১৭) ও একই এলাকার বাসিন্দা মো. কালাম (৫৫) এবং অটোরিকশার চালক মো. আবদুল কাদের।

নিহত রিমা ও শিখা দৌলতখান উপজেলার হালিমা খাতুন মহিলা কলেজের দ্বাদশ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

এসআই মো. মনজুর বরিশালটাইমসকে জানান, চরফ্যাশন থেকে ভোলাগামী একটি যাত্রীবাহী বাস ওতরুদ্দিন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশা দুইটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়।

এ ঘটনায় গুরুতর আহত অটোচালক কাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরে ভোলা ও দৌলতখান থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে অংশ নেয় বলে জানান এসআই মনজুর।

বোরহানউদ্দিন থানার পুলিশ পরিদর্শক (ওসি/তদন্ত) রেজাউল আলম বরিশালটাইমসকে বলেন, “শ্যামলী সার্ভিসের বাসটির চালক আলামিনকে চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার এওয়াজপুর এলাকা থেকে আটক করা হয়েছে।”

দুর্ঘটনাকবলিত বাসটিও আটক করা হয়েছে, জানান বোরহানউদ্দিন থানার ওসি মনির হোসেন।’

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন