২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

ভোলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১০:২৭ পূর্বাহ্ণ, ১৪ মে ২০২০

বার্তা প্রতিবেদক, ভোলা :: ভোলার দৌলতখান উপজেলায় আরও এক করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে ভোলা জেলায় মোট ৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হল।

বুধবার রাতে ভোলার সিভিল সার্জন ডাক্তার রতন কুমার ঢালী এ তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, করোনা আক্রান্ত ওই ব্যক্তির বয়স ৪০ বছর। তিনি ৫ দিন আগে চট্টগ্রাম থেকে তার নিজবাড়িতে আসেন। জেলার বাইরে থেকে আসায় কোন উপসর্গ না থাকা সত্ত্বেও ৯ মে তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল।

এদিকে করোনা রিপোর্ট পজেটিভ হওয়ার সংবাদ পাওয়ার পরপরই ওই ব্যক্তির বাড়ি লকডাউন করা হয়। পাশাপাশি তাকে দৌলতখান হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন দৌলতখান হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনিছুর রহমান।

ভোলায় আক্রান্ত ৯ জনের মধ্যে ৫ জন সুস্থ হওয়ায় তাদের ছাড় পত্র দেয়া হয়েছে। আক্রান্ত অপর ৪ জনের মধ্যে ২ জন ভোলা সদর হাসপাতালে, ১ জন দৌলতখান হাসপাতালে ও এক জন লালমোহনে হোম আইসোলেশনে রয়েছেন।

1 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন