১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

ভোলায় কোস্টগার্ডের অভিযানে ভারতীয় শাড়িসহ আটক ১৫

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:০৩ অপরাহ্ণ, ২২ ফেব্রুয়ারি ২০২০

এ আর এম মামুন, চরফ্যাশন:: ভোলার চরফ্যাশনের দক্ষিণ আইচা থানার চরমানিকা কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার আলমগীর হোসেনের নেতৃত্বে কোস্টগার্ড বাহিনী বঙ্গোপসারের কোল ঘেষা মেঘনা নদী অভিযান চালিয়ে প্রায় ১১ কোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ীসহ ১৫ চোরাকারবারিকে আটক করেছেন। আটককৃতদের চারজন ভারতীয় নাগরিক। চোরাইকারবারিদেরকে আটক করতে গিয়ে কোস্টগার্ড ৪৮ রাউন্ড গুলি ছুড়েছে। এ ঘটনায় শুক্রবার রাতে কোস্টগার্ড বিসিজি বেইজ ভোলা পেডি অফিসার মো. মোনায়েম হোসেন বাদী হয়ে দক্ষিণ আইচা থানায় মামলা দায়ের করেছেন। থানা পুলিশ আসামীদের গ্রেফতার করে শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছেন। দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন অর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বরাত দিয়ে ওসি মো. হারুন অর রশীদ জানান, কোস্টগার্ড গোপন সংবাদের ভিত্তিতে ১৬ ফেব্রুয়ারি বঙ্গোপসাগরে মেঘনা মোহনায় ভারতীয় ট্রলারে অবৈধ পণ্য’র সংবাদে অভিযান চালিয়ে ট্রলারটিকে অনুসরন করতে থাকলে কোস্টগার্ডের ব্যবহৃত বোটটি ডুবিয়ে দেওয়ার চেষ্টা করে ২ দিন মেঘনার বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করে ১৮ ফেব্রুয়ারী ট্রলারটি রাতে দক্ষিণ আইচা থানার আওতায় ডুবো চরে আটকে গেলে পাচার কারীদের আটক করার চেষ্টায় প্রথমে ৩২ রাউন্ড ফাকাঁ গুলি করে ব্যর্থ হয়। পরে ট্রলার ও পাচার কারীদের লক্ষ্য করে ১৬ রাউন্ড গুলি ছুড়ে ভারতীয় নাগরিক রমেশ দাস, লক্ষণ দাস, সুভাসদাস,পরান দাস সহ বাংলাদেশী উত্তম, রবিন, কালাচান, নিজাম, ছোবাহান, জসিম, মাহমুদুল, হানিফ, আবুবক্কর, মৃণাল, সঞ্জিব কে আটক করতে সক্ষম হয়।

এ সময় তাদের সাথে থাকা ১০ কোটি ৫৯ লক্ষ ৯৫ হাজার ৯৫০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ শাড়ী, লেহেঙ্গা, থ্রি পিচ পন্য জব্দ করেন। আহতদের কোষ্টগার্ড ভোলা জোনাল অফিসের মাধ্যমে চিকিৎসা দিয়ে ২১ ফেব্রুয়ারী বিকেলে জব্দ তালিকাসহ আটককৃতদেরকে দক্ষিণ আইচা থানা সোপর্দ করে বিশেষ ধারা ২৫ বি(বি) মতে মামলা দায়ের করেছেন। যার নং ৬ তারিখ ২১-০২-২০২০ ।

3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন