২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

ভোলায় কোস্টগার্ডের অভিযাণে ৫০ মণ জাটকা ইলিশ উদ্ধার

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:১২ অপরাহ্ণ, ২২ ফেব্রুয়ারি ২০২০

বার্তা পরিবেশক, ভোলা:: জাটকা সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে ভোলার চরফ্যাশনের চরমানিকা কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার আলমগীর হোসেনের নেতৃত্বে কোস্টগার্ড বাহিনী শুক্রবার রাতে মেঘনা নদীতে অভিযান চালিয়ে দুটি ফিশিং ট্রলারসহ ৫০ মন জাটকা ইলিশ জব্দ করেছেন। শনিবার সকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিনের আদেশে জব্দকৃত জাটকা গুলো কোস্টগার্ড চরকচ্ছপিয়া অফিসের সামনে ২৩ টি এতিম খানা ও

দুস্থ পরিবারদের মধ্যে বিতরণ করা হয়েছে। আটক দুটি ট্রলারের মালিকের মোছলেখা রেখে ট্রলার ছেড়ে দেয়া হয়েছে। চর মানিকা কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য জাটকা সংরক্ষণ অভিযান গত ১ নভেম্বর থেকে শুরু হয়েছে। এ অভিযান চলবে ৩১ জুন পর্যন্ত। এ সময় জাটকা ধরা, পরিবহন, বিক্রি, মজুদ ও বাজারজাত করা নিষিদ্ধ।

2 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন