২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

ভোলায় জেলেদের জালে ২ মণ ওজনের হাউস মাছ‌

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১১:২৪ অপরাহ্ণ, ২৩ জানুয়ারি ২০১৯

ভোলার মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির হাউস মাছ। বুধবার (২৩ জানুয়ারি) সন্ধ্যার দি‌কে ভোলা সদরের ইলিশা মেঘনা নদীতে এ মাছ ধরা পড়ে।

স্থানীয়রা মো. হো‌সেন শা‌হিন জানিয়েছেন- সদ‌রের ইলিশা ও ধ‌নিয়ার মাঝামা‌ঝি এলাকার মেঘনা নদীতে সন্ধ্যার দিকে স্থানীয় জে‌লে ফি‌রোজ মা‌ঝি ও ই‌দ্রিছ মা‌ঝির জা‌লে ধরা পড়ে বিশাল আকৃতি হাউস মাছ। যার ওজন দুই মণ পাঁচ কে‌জি।

পরে জেলেরা মাছটি বি‌ক্রির জন্য ইলিশা ঘাটে নিয়ে আ‌সে। ওই সময় এই বিশাল আকৃ‌তির মাছ ধরা পড়ার খবর চার‌দি‌কে ছ‌ড়িয়ে পড়লে ভোলার শহর, সদ‌রের বি‌ভিন্ন ইউ‌ন্নি থে‌কে মাছ‌টি দেখার জন্য ভিড় জমায় মানুষ। এ সময় স্থানীয় আব্দুল কাসেম ব্যাপারী জেলেদের কাছ থেকে ১৫ হাজার টাকা দি‌য়ে ক্রয় করেন।

আব্দুল কাসেম ব্যাপারী রা‌তে সাংবাদিকদের বলেন, এমন বিশাল আকৃতির মাছ আর কখন দেখিনি। আমি এটি মোকামে বিক্রির জন্য ক্রয় করেছি। আশা করি অনেক টাকা লাভ হবে।

এ‌দি‌কে, ভোলা সদ‌রের সি‌নিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান সাংবাদিকদের ব‌লেন, এসব মাছ গভীর সাগ‌রে থা‌কে। দি‌ক হা‌রি‌য়ে মেঘনা নদী‌তে চ‌লে এসে জেলে‌দের জা‌লে ধরা প‌ড়েছে।’

7 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন