২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

ভোলায় ট্রলারডুবি: ১ জেলের লাশ উদ্ধার, এখনও নিখোঁজ ১৩

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৭:০৬ অপরাহ্ণ, ১১ নভেম্বর ২০১৯

বার্তা পরিবেশক, ভোলা::: ঘূর্ণিঝড় বুলবুলের কবলে পড়ে ভোলার চরফ্যাশন ডুবে যাওয়া মাছ ধরার ট্রলারটি উদ্ধার করা হয়েছে। এ সময় কোস্টগার্ড সদস্যরা খোরশেদ নামের এক জেলের লাশ উদ্ধার করে।

তবে ট্রলারডুবির ২৪ ঘণ্টা পরও নিখোঁজ ১৩ জেলের কোনো সন্ধান পাওয়া যায়নি।

সোমবার দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোস্টগার্ড সদস্যরা উদ্ধার অভিযান অব্যাহত রেখেছিল।

ডুবে যাওয়া ট্রলার থেকে ফিরে আসা জেলেদের বরাত দিয়ে চরফ্যাশন থানার ওসি আরেফিন সিদ্দিক জানান, চাঁদপুরে মাছ বিক্রি করে আম্মাজান-২ নামে মাছ ধরার একটি ট্রলারে ২৪ জন মাঝিমাল্লা নিয়ে ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট মাছ ঘাটের উদ্দেশে আসছিল। রোববার দুপুরে ট্রলারটি ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের জনতা বাজার মোহাম্মদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকার ইলিশা নদীতে হঠাৎ ঘূর্ণিঝড় বুলবুলের কবলে পড়ে ডুবে যায়।

এদিকে সোমবার দুপুর পর্যন্ত নিখোঁজ অপর ১৩ জেলের সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ ১৩ জেলে হচ্ছেন চরফ্যাশন উপজেলার দুলারহাট এলাকার মোসলেম মাঝির ছেলে কবির (৩০), নাসিম (৪০), নাসির (৪৫), জসিম (৩৫), হেজু (৩৫), নুরাবাদ এলাকার ইয়াসিন পাটোয়ারির ছেলে মো. নবী (২৬), নুরুল ইসলাম নজু (২৫), আমিনাবাদ এলাকার জামাল বিশ্বাসের ছেলে রফিক বিশ্বাস (৪০), কামাল (৩০), সলেমান মাঝির ছেলে মফিজ (৩০), আব্বাস মুন্সি (৪০), ইসমাইল খাঁর ছেলে বেলাল (২৮) ও হাসান মোল্লা (৩৫)।

এদিকে কোস্টগার্ড সূত্র জানায়, নিখোঁজ জেলেদের সন্ধানে কোস্টগার্ডের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

0 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন