২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

ভোলায় পুরুষকে ফাঁসিয়ে চাঁদা আদায়ের অভিযোগে সংবাদ সম্মেলন

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৮:০৭ অপরাহ্ণ, ০৭ মার্চ ২০২০

বার্তা প্রতিবেদক, ভোলা::  ভোলার বোরহান উদ্দিন উপজেলা নির্বাচন অফিসের অফিস সহকারী এসএম ইশতিয়াক আহমাদ এক প্রতারক নারীর খপ্পড় থেকে বাঁচতে সকলের সহযোগিতা চেয়ে শনিবার বিকেলে চরফ্যাশন প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ করেন চরফ্যাশনের সালমা বেগম নামের এক নারী পেশাদার প্রতারক। মামলার ফাঁদে ফেলে পুরুষদের থেকে টাকা অদায় করা তার নেশা। ইতিমধ্যে সে অসংখ্য পুরুষকে ফাঁসিয়েছেন ।

যাদের মধ্যে স্বামী দাবী করে ২ জনের বিরুদ্ধে তিনি মামলা করেছেন এবং এমন ৬টি মামলা চরফ্যাশন ও ভোলা আদালতে চলমান আছে। সালমা বেগম তার বিরুদ্ধেও স্বামী দাবী করে একটি মামলা করেছেন দাবী করে মামলা থেকে বাছতে টাকা চেয়ে মোবাইল ফোনে ঘুম খুনের ভয় দেখাচ্ছেন। যদিও ওই মামলায় আসামীর নাম উল্লেখ করেছেন মনির হোসেন লোকমান। মামলার নামের ব্যাক্তি এসএম ইশতিয়াক আহমাদ নয় বলে দাবি করেন।

তিনি জানান, ওই নারীকে তিনি চিনতেন না এবং তার সাথে পূর্ব পরিচয়ও ছিলনা। মামলার আরজির বর্ননা সমপুর্ন মিথ্যা ও বানোয়াট। এ ছাড়া তার ছবি দিয়ে মিডিয়ার মিথ্যা অপপ্রচার ছড়িয়ে সামাজিক মর্যাদা ক্ষুন্ন করছে ওই নারী।
এ ব্যাপারে সালমা বেগমের বক্তব্য নিতে ফোন করলে তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেয়া যায়নি।

2 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন