২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

ভোলায় বিএনপি এমপি প্রার্থীর বাড়িতে হামলা ভাঙচুর

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১২:৪৯ পূর্বাহ্ণ, ১০ ডিসেম্বর ২০১৮

ভোলার-৪ আসনের বিএনপির প্রার্থী নাজিম উদ্দিনের চরফ্যাশনের বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটানা ঘটেছে।

রোববার (৯ ডিসেম্বর) রাতে চরফ্যাশন পৌর ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

চরফ্যাশন উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর মালতিয়া জানান, রাতে আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপির প্রার্থী ও সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিনের চরফ্যাশনের পৌর এলাকার বাড়িতে ঢুকে টিভি, আসবাবপত্র ও জানালার গ্লাস ভাঙচুর করে।

চরফ্যাশন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুভ্র মনির জানান, কেন্দ্রীয় যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরু ইসলাম নয়ন ও নাজিম উদ্দিনের মধ্যে দীর্ঘ দিন ধরে দ্বন্দ্ব চলছিল। ভোলা-৪ আসনে বিএনপির মনোনায় চেয়েছিল নুরু ইসলাম নয়ন। কিন্তু নাজিম উদ্দিন আলম মনোনায়ন পাওয়ায় তাদের দু’গ্রুপের মধ্যে দ্বন্দ্ব বেড়ে যায়। রোববার বিকেলে নুরু ইসলাম নয়ন স্থানীয় প্রেসক্লাবে সাংবাদ সম্মেলন করে নাজিম উদ্দিন আলমকে চরফ্যাশনে অবাঞ্ছিত ঘোষণা করে।

এ ঘটনার প্রেক্ষিতে রাতে নয়নের লোকজন নাজিম উদ্দিনের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এ ঘটনায় চরফ্যাশন উপজেলার আওয়ামী লীগের কেউ জড়িত নয়।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, হামলাকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। হামলায় সময় বাড়িতে কেউ না থাকায় কে বা কার এ ঘটনা ঘটিয়েছে সেটি নিশ্চিত হওয়া যায়নি।

3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন