২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

ভোলায় ব্যাংক কর্মকর্তাসহ আরও ৬ জন করোনায় আক্রান্ত

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১২:০৭ পূর্বাহ্ণ, ১৭ মে ২০২০

বার্তা পরিবেশক, ভোলা :: ভোলায় এক ব্যাংক কর্মকর্তাসহ আরও নতুন করে ৬ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট সনাক্ত হলো ১৬ জন।

সিভিল সার্জন ডাক্তার রতন কুমার ঢালি জানান, নতুন আক্রান্ত ৬ জনের মধ্যে ভোলা সদর উপজেলায় ৪ জন এবং মনপুরা উপজেলায় ২ জন। শনিবার (১৬ মে) রাতে সিভিল সার্জন এ তথ্য নিশ্চিত করেছেন।

নতুন আক্রান্তদের মধ্যে ভোলা সদর উপজেলার খেয়াঘাট সড়কের কাজী ফার্মের ২ স্টাফ, সার্কিট হাউজ এলাকার ১ জন এবং যুগীর ঘোল এলাকার এক ব্যাংক কর্মকর্তা রয়েছেন। অপরদিকে, মনপুরার ২ জনের বাড়ি হাজীরহাট এলাকায়। তারা সম্প্রতি ঢাকা থেকে মনপুরায় নিজেদের বাড়ি এসেছেন।
জেলায় এ পর্যন্ত মোট ৯৭৯ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে ৭৩৫ জনের রিপোর্ট পাওয়া গেছে। যার মধ্যে ১৬ জনের পজেটিভ এবং বাকি সকলের নেগেটিভ।

উল্লেখ্য, ভোলা জেলায় মোট শনাক্ত হওয়া ১৬ জনের মধ্যে ৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকিদের মধ্যে ৩ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে এবং অন্যান্যরা সকলে হোম কোয়ারেন্টানে রয়েছেন এবং সংশ্লিষ্ট বাড়িগুলো লকডাউন করা হয়েছে।

2 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন