২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

ভোলায় লঞ্চের ধাক্কায় থেতলে গেল যাত্রীর পা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১২:২৯ পূর্বাহ্ণ, ২৬ এপ্রিল ২০১৯

নিজস্ব প্রতিবেদক, ভোলা:: ভোলার চরফ্যাশনের বেতুয়া-ঢাকা রুটের যাত্রীবাহী এমভি কর্ণফুলি-১২ লঞ্চের ধাক্কায় মো. কামাল লালু (৪০) নামে এক যাত্রীর ডান পা থেঁতলে গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ভোলার তজমুদ্দিন উপজেলার শশীগঞ্জ লঞ্চ টার্মিনালে এ ঘটনা ঘটে।

আহত কামাল লালু ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা। স্থানীয়রা তাকে উদ্ধার উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেছে।

স্থানীয়রা জানান, কামাল তার স্ত্রী সন্তান নিয়ে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে তজুমদ্দিনের শশীগঞ্জ ঘাটে আসেন। লঞ্চ টার্মিনালে অনেক যাত্রী থাকায় কামাল লঞ্চে আগে ওঠার জন্য টার্মিনালের কিনারে চলে আসে। এ সময় সময় চরফ্যাশন উপজেলার বেতুয়া ঘাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী কর্নফুলি-১২ লঞ্চটি টার্মিনালে থামার সময় কামালকে ধাক্কা দেয়। এতে তার ডান পা থেঁতলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে।

তজুমদ্দিন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহমেদ বলেন, এ বিষয়ে কেউ পুলিশের কাছে অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

0 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন