১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম

ভোলায় সরকারি খাল দখলের অপরাধে ৪ ব্যক্তির কারাদণ্ড

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ণ, ০১ এপ্রিল ২০১৯

নিজস্ব প্রতিবেদক, ভোলা:: ভোলা সদর উপজেলায় সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের দায়ে চার দখলদারকে এক বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাওছার হোসেন এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ফারুক, আব্দুল হাই, মোহাম্মদ আলী গাজী এবং আব্দুল হাই। এদের বাড়ি সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে।

জানা গেছে, ভোলা সদরের পশ্চিম ইলিশা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে সরকারি খাল দখল করে ফারুক, আ. হাই, মোহাম্মদ আলী গাজী ও আব্দুল হাই অবৈধ পাকা স্থাপনা নির্মাণ করছে। এ সংবাদে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কাওছার হোসেন অভিযান চালিয়ে চারজনকে আটক করে। পরে এদের প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দেন এবং সকল অবৈধ দখলদারদের এক সপ্তাহের মধ্যে অবৈধ স্থাপনা নিজ খরচে অপসারণের আদেশ প্রদান করেন এ কর্মকর্তা।

ভোলা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কাওছার হোসেন জানান, ‘সরকারি খাল ও নদীর অবৈধ দখলদারদের ব্যাপারে প্রশাসন জিরো টলারেন্সে রয়েছে। এ ব্যাপারে প্রশাসন কারো সাথে আপস করবে না।’

3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন