২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

ভোলায় সিপিপি স্বেচ্ছাসেবকদের মধ্যে বিভিন্ন সামগ্রী বিতরণ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:২৩ অপরাহ্ণ, ২২ ফেব্রুয়ারি ২০২০

বার্তা পরিবেশক, ভোলা:: ভোলায় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) স্বেচ্ছাসেবকদের মধ্যে সাংকেতিক যন্ত্রপাতিসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার বেলা ১১ টার দিকে সিপিপির আয়োজনে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ১৩০৫ জন স্বেচ্ছাসেবকদের মধ্যে এই সাংকেতিক যন্ত্রপাতি বিতরণ করা হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফয়জুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

ভোলা স্থানীয় সরকার এর উপ-পরিচালক মাহামুদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পরিচালক (প্রশাসন) আহমদুল হক।

এ সময় স্বেচ্ছাসেবকদের প্রত্যেককে মেগাফোন, হেন্ডসাইরেন, সংকেত পতাকা, টর্চলাইট, লাইফজ্যাকেট, রেইনকোট, গামবুট, হার্ডহেড (হেলমেট), প্রাথমিক চিকিৎসা বক্স, উদ্ধার সামগ্রী বক্স, স্টেচার এবং পতাকার খুঁটিসহ ১৩ ধরনের সামগ্রী বিতরণ করা হয়।

2 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন