২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

ভোলায় হাঙ্গর নিধন করে তৈরি করা ২১ ব্যারেল তেল জব্দ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৪:৩৫ অপরাহ্ণ, ১৫ মে ২০২০

বার্তা প্রতিবেদক, ভোলা :: ভোলার চরফ্যাশনের সাগার মোহানায় শত শত হাঙ্গরপোনা নিধন করে তা দিয়ে তৈরি করা হচ্ছে তেল ও শুঁটকি।

বৃহস্পতিবার বিকালে চরফ্যাশন বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে বন স্টাফরা উপজেলার আহমদপুর ইউনিয়নের মায়াব্রিজ এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১০ হাজার হাঙ্গরপোনা ও ২১ ব্যারেল তেল জব্ধ করেন।

তবে অভিযানের আভাস পেয়েই চক্রের হোতারা পালিয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ এলাকার আনোয়ার হোসেন, ইয়াছিন ও আলমগীর এ চক্রের সঙ্গে জড়িত।

রেঞ্জ অফিসার মো. আলাউদ্দিন জানান, গোপন সংবাদেও ভিত্তিতে অভিযান চালিয়ে এসব হাঙ্গরপোনা ও তেল উদ্ধার করা হয়। পরে বন বিভাগের কর্মীরা জব্দকৃত হাঙ্গরপোনা মাটিতে পুঁতে দিয়ে নষ্ট করেন।

বন বিভাগ স্টাফ সুমন দাস জানান, ঝুঁকি নিয়েই ওই এলাকায় অভিযান চালাই। এসব হাঙ্গর শুঁটকি ও তেল বিদেশে পাচার করা হয় বলে মনে করছে স্থানীয়রা ।

0 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন