২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

ভোলায় ৩০০ লিটার তেল উদ্ধার: ব্যবসায়ীকে জরিমানা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৪:০৪ অপরাহ্ণ, ১৩ মে ২০২২

ভোলায় ৩০০ লিটার তেল উদ্ধার: ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ভোলা:: ভোলার পরানগঞ্জ বাজারে একটি গুদামে অভিযান চালিয়ে ৩০০ লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় তেল মজুতের অভিযোগে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পরবর্তীতে উদ্ধার তেল ১৬০ টাকা দরে ক্রেতাদের কাছে বিক্রি করা হয়েছে।

শুক্রবার (১২ মে) সকাল ১১ টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান এ অভিযান পরিচালনা করেন।

গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের একটি টিম সকালে অভিযানে নামে।

এ সময় ভোলা সদরের পরানগঞ্জ বাজারের হৃদয় স্টোরে অভিযান চালিয়ে ৩০০ লিটার সয়াবিন তেল উদ্ধার করে ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা।

তেল মজুতের অভিযোগে গুদামের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করে এবং উদ্ধার তেলের বোতলের গায়ের দামে ১৬০ টাকা দরে ক্রেতাদের কাছে বিক্রি করা হয়।

ক্রেতারা সারিবদ্ধ হয়ে এ তেল সংগ্রহ করেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

8 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন