২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

ভোলা জেলা ছাত্রদলে অশিক্ষিতদের ও প্রবাসীদের রাখার অভিযোগ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১০:১১ অপরাহ্ণ, ১৪ সেপ্টেম্বর ২০২১

ভোলা জেলা ছাত্রদলে অশিক্ষিতদের ও প্রবাসীদের রাখার অভিযোগ

তজুমদ্দিন প্রতিনিধি >> বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে অশিক্ষিত ও প্রবাসীদের রাখার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে জেলা ছাত্রদল নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সূত্রে জানা যায়, দেশব্যাপী ছাত্রদলকে শক্তিশালী করার লক্ষে সকল কমিটি পূর্ণাঙ্গ করতে দলের হাইকমান্ড থেকে নির্দশনা দেন। সেই হিসেবে ভোলা জেলা ছাত্রদলের কমিটি পূর্ণাঙ্গ করার সিদ্ধান্ত জেলা নেতৃবৃন্দ। পূর্ণাঙ্গ কমিটিতে যাদের নাম শুনা যাচ্ছে তাদের কারো কারও শিক্ষাগত যোগ্যতা মেট্টিক পাশের নিচে। আবার কেউ কেউ রয়েছেন প্রবাসে। সহ-সভাপতি এমদাদ হোসেন, বাচ্চু দেওয়ান, মোরশেদ মিয়াজি, জাহিদুল ইসলাম টাপু ও মো: রিফাত এরা কেউ এসএসসি পাশ করেনি। অথচ ছাত্রদলের গঠনতন্ত্রে রয়েছে ছাত্রদলের জেলা কমিটিতে কমপক্ষে এসএসসি পাশের নিচে কেউ থাকতে পারবে না। অপরদিকে প্রস্তাবিত কমিটিতে থাকা হাবিবুল বাশার সুমন থাকেন সৌদি আরবে। এরকম আরো অনেকে রয়েছেন যারা প্রবাসে ও এলাকার বাহিরে থাকেন।

নাম প্রকাশে অনিচ্ছুক জেলা ছাত্রদলের এক নেতা বলেন, অর্থনৈতিক লেনদেনের কারণে ভোলা জেলা ছাত্রদলটি বিতর্কিত হয়ে পড়েছে। এসব থেকে বের হয়ে ত্যাগীদেরকে দিয়ে কমিটি করলে ছাত্রদল তার জারানো অতীত ফিরে পাবে।

জানতে চাইলে ভোলা জেলা ছাত্রদলের সভাপতি মো. নুরে আলম বলেন, যারা এধরেন অভিযোগ করেছে তারা আ’লীগের প্ররোচনায় এমন অভিযোগ করেছেন। তারা ছাত্রদলের লোক নয় আ’লীগের লোক।’

6 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন