২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

ভ্রমণে গিয়ে আরব আমিরাতে আটকা হাজার বাংলাদেশি

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০২:২১ অপরাহ্ণ, ২৮ মে ২০২০

বার্তা পরিবেশক, অনলাইন :: দেশে ফেরার আশায় দিন গুনছেন সংযুক্ত আরব আমিরাতে থাকা হাজার হাজার প্রবাসী এবং দেশটিতে ভ্রমণ ভিসায় অবস্থানরত বাংলাদেশিরা। বিশেষ একটি ফ্লাইট পরিচালনার ঘোষণা দেয়া হলেও যাত্রী সংখ্যা অনুপাতে তা যথেষ্ট নয়। ভাড়াও অতিরিক্ত।
করোনার প্রাদুর্ভাবে ১৯ মার্চ থেকে সংযুক্ত আরব আমিরাতের সাথে বাংলাদেশের আকাশপথে যোগাযোগ বন্ধ হয়ে যায়
কাজ না থাকায় অনেক প্রবাসী ও ভ্রমণে আসা আটকে পড়া বাংলাদেশিরা দেশে ফিরে যেতে চাইলেও কিভাবে ফিরবে সেটি এখনো রয়েছে অনিশ্চয়তায়।
আটকে পড়া এক বাংলাদেশি বলেন, ‘ভ্রমণে এসে কাতারে আটকা পড়ে গেছি। রিটার্ন টিকিট ছিলো কিন্তু যেতে পারিনি।’
আবুধাবিতে বাংলাদেশ দূতাবাস আটকে পড়া বাংলাদেশিদের জন্য বিশেষ একটি চার্টার্ড ফ্লাইটের ঘোষণা দেয়। দূতাবাসের নির্দেশনায় বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ যাত্রীদের টিকেট ইস্যু করবে বলে জানান দুবাই উত্তর আমিরাত অফিস বিমান বাংলাদেশ রিজিওনাল ম্যানেজার দিলীপ কুমার চৌধুরী।

তিনি বলেন, ‘এই ফ্লাইটের নিয়ন্ত্রণ সম্পূর্ণ দুবাইস্থ বাংলাদেশি কনস্যুলেন্টের হাতে। ওনারা বাছাই করে আমাদের জানানোর পরে আমরা টিকিট ও অন্যান্য কিছু সমাধান করার চেষ্টা করবো।’

তবে, বিশেষ এই ফ্লাইটের জন্য যাত্রীদের কাছ থেকে মাত্রাতিরিক্ত ভাড়া চাওয়ার অভিযোগ উঠেছে।
একজন বলেন, ‘যেখানে ভাড়া ধরা হয়েছে তা দেওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না।’

এর আগে দেশটির বিশেষ অনুমতি নিয়ে ৭টি ফ্লাইটে দেড় হাজারের মতো যাত্রী দুবাই থেকে বাংলাদেশে নিয়ে যাওয়া হয়।

0 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন