২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

মঠবাড়িয়ায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি-প্রতিরোধ দিবস পালিত

বরিশালটাইমস, ডেস্ক

প্রকাশিত: ০৪:৩১ অপরাহ্ণ, ০৯ ডিসেম্বর ২০২২

মঠবাড়িয়ায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি-প্রতিরোধ দিবস পালিত

মজিবর রহমান,মঠবাড়িয়া প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল,বর্ণাঢ্য র‍্যালী, মানববন্ধন ও আলোচনা সভা।

শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি ভৌমিক এর নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে বিশাল এক বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে পৌরসভার সম্মুখ সড়কে মানববন্ধনে করেন।এতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে কর্মকর্তা, দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ,শিক্ষক,এনজিও, সুশীল সমাজের প্রতিনিধি, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মী  ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।

মানববন্ধন শেষে সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর সভাকক্ষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল লতিফ সিকদারের সভাপতিত্বে ও প্রেস ক্লাব সভাপতি মিজানুর রহমান মিজুর সঞ্চালনায় এক আলোচনা সব অনুষ্ঠিত হয়। আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উর্মি ভৌমিক।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাখাওয়াত জামির সৈকত,থানা অফিসার ইনচার্জ (ও সি) কামরুজ্জামান তালুকদার,উপজেলা প্রেসক্লাব সভাপতি মজিবর রহমান,সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন,খাস মহল লতীফ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) খলিলুর রহমান,দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক খােকা মিয়া প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্নীতির কারণে দেশের উন্নয়ন অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে।জাতির পিতা সোনার বাংলা স্বপ্ন বিনির্মাণে  দুর্নীতি প্রতিরোধে সামাজিক আন্দোলনের পাশাপাশি দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কট এবং যার যার অবস্থান থেকে সবাইকে সচেতন হওয়ার আহবান জানানো হয়।

8 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন