২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

মঠবাড়িয়ায় মাদকের অপব্যবহার রোধে কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা

বরিশালটাইমস, ডেস্ক

প্রকাশিত: ০৬:৫৫ অপরাহ্ণ, ২৯ নভেম্বর ২০২২

মঠবাড়িয়ায় মাদকের অপব্যবহার রোধে কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা

মজিবর রহমান,মঠবাড়িয়া প্রতিনিধি: মাদকের অপব্যবহার রোধে সামাজিক আন্দোলন গড়ে তুলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা (Comprehensive Action Plan) প্রণয়নে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ জুন) উপজেলা প্রশাসনের আয়োজনে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও উর্মি ভৌমিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ,অন্যানের মধ্যে বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাখাওয়াত জামিল সৈকত,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফেরদৌস ইসলাম,থানা অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান তালুকদার প্রমুখ।

এর আগে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি প্রসিকিউটর মোহাম্মদ তারিকুর রহমান। এছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন বিভিন্ন অফিসের কর্মকর্তা, শিক্ষক-ছাএ, এনজিও প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের সদস্য-সদস্যাগন, ইমামসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

0 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন