২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

মঠবাড়িয়ায় অন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৫:৪০ অপরাহ্ণ, ১৩ অক্টোবর ২০২০

মজিবর রহমান, মঠবাড়িয়া:: পিরোজপুরের মঠবাড়িয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এর যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্যোগ ঝুঁকি হ্রাসে সুশাসন” নিশ্চিত করবে টেকসই উন্নয়ন এ প্রতিপাদ্য নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উর্মী ভৌমিকের সভাপতিত্বে ও সাংবাদিক মিজানুর রহমান মিজুর সঞ্চালনায় বক্তব্য দেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম ভূইয়া, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ এমাদুল হক, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মনিরুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ- সহকারী প্রকৌশলী মিহির কান্তি, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মজিবর রহমান, মঠবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদ উদ্দিন পলাশ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ এবং সিপিপির টিম লিডার ইকবাল হোসেন প্রমুখ।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উর্মী ভৌমিক অন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, প্রাকৃতিক দুর্যোগে সরকারের নির্দেশনা মেনে চললে দুর্যোগ মোকাবেলা করা সম্ভব। এছাড়া তিনি মুজিব শতবর্ষ উপলক্ষে সকলকে বৃক্ষ রোপনের আহবান জানিয়ে নিষেধাজ্ঞার সময় মা ইলিশ সংরক্ষণে সংবাদকর্মীসহ সকলের সহযোগিতা কামনা করেন।’

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন