২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

মঠবাড়িয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১১:৪৮ অপরাহ্ণ, ২৭ জুলাই ২০২০

বার্তা পরিবেশক মঠবাড়িয়া:: পিরোজপুরের মঠবাড়িয়ায় শারমিন আক্তার (১৯) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সে উপজেলার সাপলেজা ইউনিয়নের ঝাটিবুনিয়া গ্রামের সৌদি প্রবাসী শহিদুল দর্জির মেয়ে ও বরগুনা জেলার পাথরঘাটা রায়হানপুর গ্রামের শামীম হাওলাদারের স্ত্রী।

সোমবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার পূর্ব সাপলেজা গ্রামে শারমিনের দাদা আবুল দর্জির বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, এক বছর আগে শামীম হাওলাদারের সাথে শারমিনের বিয়ে হয়। তার স্বামী শামীম ঢাকায় একটি গার্মেন্টসে কাজ করে। গত একমাস ধরে শারমিন বাবার বাড়িতে থাকার পর রবিবার দাদার বাড়িতে বেড়াতে যায়। এরপর সোমবার সকালে দাদার বাড়িতে পরিবারের অজান্তে গৃহবধূ শারমিন ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তবে কি কারণে সে আত্মহত্যার করেছে তা এখনও পর্যন্ত জানা যায়নি।

মঠবাড়িয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.জে.এম মাসুদুজ্জামান মিলু বরিশালটাইমসকে জানান, ওই গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এ আত্মহত্যার ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন