২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

মঠবাড়িয়ায় বন্যার পানিতে ও বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে দুই জনের মৃত্যু

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৫:৩৯ অপরাহ্ণ, ৩০ জুলাই ২০২১

মঠবাড়িয়ায় বন্যার পানিতে ও বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে দুইজনের মৃত্যু

মজিবর রহমান, মঠবাড়িয়া >> পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় শুক্রবার সকালে বন্যার পানিতে ডুবে মনিরা (০৪) নামে এক শিশুর এবং বৃহস্পতিবার সন্ধ্যায় মাছ ধরতে গিয়ে পল্লী বিদ্যুতের ছেড়া তারে স্পৃষ্ট হয়ে মাহবুব হোসেন (১৪) নামে এক নবম শ্রেণির মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। মনিরা উপজেলার দক্ষিণ বড় মাছুয়া গ্রামের জসীম আকনের মেয়ে ও মাহাবুর  পশ্চিম সেনের টিকিকাটা গ্রামের করাতকল শ্রমিক ফারুক হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত তিন বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপ ও পূর্নিমার জোয়ারের প্রভাবে মাঠ-ঘাট ও বাড়ির আঙিনা পানিতে তলিয়ে যায়।  শুক্রবার সকালে শিশু মনিরা সকলের অগচরে বাড়ির আঙিনায় পানিতে ডুবে মারা যায়। অপরদিকে বৃহষ্পতিবার সন্ধায় বাড়ির পেছনে মাঠে মাহবুব মাছ ধরতে যায়। এসময় মাটিতে পরে থাকা পল্লী বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে মাহবুব বিদ্যুৎ স্পৃষ্টে মারা যায়।

এ বিষয়ে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির মঠবাড়িয়া আঞ্চলিক ডিজিএম নিত্যা নন্দ কুন্ডু জানান, ঝড়ের সময় আমাদের লোকজন প্রত্যন্ত এলাকায় কাজ করছিল। ওই স্থানে তার ছেড়ার অভিযোগ আমাদের কেউ না দেয়ায় এ অনাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে ।

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন