২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

মঠবাড়িয়ায় স্বাস্থ্যবিধি না মানায় ১৬ জনকে জরিমানা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৯:৪০ অপরাহ্ণ, ১৯ জুলাই ২০২০

মজিবর রহমান, মঠবাড়িয়া:: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে সংক্রমণ আইন অমান্য করায় ১৬ ব্যক্তিকে অর্থ দণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উর্মী ভৌমিক এ দণ্ডাদেশ দেন।

জানা গেছে, রোববার (১৯ জুুুলাই) বিকেলে পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি ভৌমিক। এ সময় তিনি স্বাস্থ্যবিধি অমান্য করায় সংক্রমণ প্রতিরোধ আইনে ১৬ ব্যক্তিকে মোট ১২ হাজার ৩’শ টাকা জরিমানা করেন। একই সাথে সড়ক ও জনপদে কাজ করে এমন একশত জন শ্রমিকের মাঝে মাস্ক বিতরণ করেন ইউএনও।

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন