২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

মঠবাড়িয়ায় ২ ভুয়া ডাক্তারসহ ক্লিনিক মালিকের কারাদণ্ড

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১১:১১ অপরাহ্ণ, ০৯ জুলাই ২০২০

মজিবর রহমান, মঠবাড়িয়া:: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব) এর অভিযানে ২ ভুয়া ডাক্তারসহ ক্লিনিক মালিককে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে র‌্যাবের বিশেষ অভিযানে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট পীযূষ কান্তি দাস এ কারাদণ্ডাদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মঠবাড়িয়ায় বিভিন্ন ক্লিনিকে ভুয়া ডাক্তার দিয়ে রোগীদের অপারেশন করা হয় এমন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট পীযূষ কান্তির নেতৃত্বে একটি টিম ধানিসাফা রাজ্জাক সার্জিক্যাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার, দক্ষিণ বন্দর মহিমা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার এবং সৌদি প্রবাসী হাসপাতলে অভিযান চালায়।

অভিযানে রাজ্জাক সার্জিক্যাল ক্লিনিকে ভুয়া ডাক্তার আমির হোসেন (৪৫) ও এইচ ভূঁইয়া সুজনকে (৪০) ৬ মাস করে কারাদন্ড, মহিমা ক্লিনিকের মালিক গোলাম মোস্তফাকে ( ৪০) ভুয়া ডাক্তার দিয়ে অপারেশন করার অপরাধে ৩ মাসের কারাদণ্ড এবং ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সৌদি প্রবাসী হাসপাতালের মালিক মনিরুজ্জামান মনিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন