২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

মনপুরায় আলোচিত মারামারি মামলায় ভোরের কাগজের সাংবাদিকের জামিন লাভ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৪:৫৯ অপরাহ্ণ, ১৩ জানুয়ারি ২০২২

মনপুরায় আলোচিত মারামারি মামলায় ভোরের কাগজের সাংবাদিকের জামিন লাভ

মনপুরা (ভোলা) প্রতিনিধি >> ভোলার মনপুরায় আলোচিত মারামারির মামলায় জামিন পেয়েছেন দৈনিক ভোরের কাগজের সাংবাদিক সোহাগ মাহামুদ সৈকত। মনপুরা সিনিয়র জুডিশিয়াল মেজিস্ট্রেট আদালতে আবেদনের প্রেক্ষিতে আইনজীবিদের যুক্তি কর্ত শুনে বিজ্ঞ আদালতের মেজিস্ট্রেট মোঃ নুরু মিয়া সন্তুষ্ট হয়ে এই জামিন মঞ্জুর করেন।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারী) দুপুর ১ টায় বিজ্ঞ আদালত এই জামিনের আদেশ দেন।

উল্লেখ্য; গত শুক্রবার ১০ (জানুয়ারী) উপজেলার ১ নং মনপুরা ইউনিয়নের কাউয়ারটেক কিল্লারপাড় এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুই সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মাঝে মারামারির ঘটনা ঘটে। উক্ত ঘটনায় ১ নং মনপুরা ইউনিয়নের চাল বিতরনে অনিয়মের অভিযোগে বরখাস্ত হওয়া চেয়ারম্যান আমানত উল্লাহ আলমগীরের ভাই বিআরডিবি চেয়ারম্যান আব্দুস সালাম বাদী হয়ে মনপুরা থানায় মামলা করেন। উক্ত মামলায় সংবাদ সংগ্রহে ঘটনাস্থলে যাওয়ার জেরে উদ্দেশ্য প্রনোদিতভাবে দৈনিক ভোরের কাগজের মনপুরা প্রতিনিধি সোহাগ মাহামুদ সৈকতকেও আসামী করা হয়।

দৈনিক ভোরের কাগজের সাংবাদিককে আসামী করার খবরে সচেতন মহল ও গণমাধ্যমকর্মিরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

7 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন