২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

মনপুরায় ট্রলারভর্তি অবৈধ জালসহ জেলে আটক, জরিমানা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৪:৪২ অপরাহ্ণ, ১৮ সেপ্টেম্বর ২০২০

সীমান্ত হেলাল, মনপুরা:: ভোলার মনপুরা উপজেলা নির্বাহী অফিসার ও কোস্টগার্ডের যৌথ অভিযানে অবৈধ বেড় জালের ৫ টি ট্রলার ও সরঞ্জামাদী আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডকে সাথে নিয়ে এই অভিযান পরিচালনা করেন মনপুরায় অতিরিক্ত দায়িত্বে থাকা চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলার চরকলাতলীর ঘোলের খাল সংলগ্ন মেঘনা নদীতে এই অভিযান পরিচালনা করা হয়।

আটক ট্রলার ৫ টি ও বেড় জালের সরঞ্জামাদী উপজেলার হাজীরহাট ইউনিয়নের নায়েবের হাট ঘাটে এনে নিলামে বিক্রি করা হয়। উন্মুক্ত নিলামে অংশ নিয়ে ১ লক্ষ ৫ হাজার টাকার বিনিময়ে ৫ টি ট্রলার ক্রয় করেন নায়েবের হাট ঘাটের মৎস্য ব্যবসায়ী মো. সোহেল। এবং সরঞ্জামাদী নিলামে ক্রয় করেন হাজীরহাট বাজারের ব্যবসায়ী মিজানুর রহমান জুয়েল।

এসময় ট্রলারে থাকা মাঝি মো. হুমায়ুন কবিরকে নগদ ৫ হাজার টাকা অনাদায়ে ১৫ দিনের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে উপস্থিত ছিলেন, কোস্টগার্ডের মনপুরা কন্টিনজেন্ট কমান্ডার মোঃ মাহিদুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল গফ্ফার, উপজেলা ক্ষুদ্র মৎস্যজীবী ও জেলে সমিতির সভাপতি মোঃ নাছির মহাজন এবং ইউপি সদস্য মোঃ ইউছুফ মেম্বারসহ গণমাধ্যমকর্মীরা।’

3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন