১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

মনপুরায় ৩০ হাজার মিটার কারেন্ট জাল ও দেড় মণ জাটকা ইলিশ উদ্ধার

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৪:১৫ অপরাহ্ণ, ১৭ সেপ্টেম্বর ২০২০

সীমান্ত হেলাল, মনপুরা:: ভোলার মনপুরায় ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও দেড় মণ জাটকা ইলিশ উদ্ধার করেছে কোস্টগার্ড। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন মনপুরা কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো. মাহিদুল ইসলাম। বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার জনতা বাজার সংলগ্ন মেঘনা নদীতে এই অভিযান পরিচালনা করা হয়।

এসময় উপজেলার চর পিওল নামক স্থানে স্থানীয় জেলেদের সম্মুখে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়। এবং জেলেদেরেকে জাটকা ইলিশ রক্ষা ও নিষিদ্ধ জাল পরিহারের জন্য সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়।

পরে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮ টায় উদ্ধারকৃত দেড় মণ জাটকা ইলিশ ক্যাম্পে এনে স্থানীয় ৩ টি এতিমখানায় দান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা মৎস্য অধিদপ্তরের ফিল্ড অফিসার মো. রফিকুল ইসলাম, উপজেলা ক্ষুদ্র মৎস্যজীবী ও জেলে সমিতির সভাপতি মো. নাছির মহাজনসহ গণমাধ্যমকর্মীরা।’

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন