২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

মশা মারবে গুগল!

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০১:৫৫ অপরাহ্ণ, ০৪ ডিসেম্বর ২০১৮

শীতকাল মানেই মশার প্রকোপ বাড়বে। আর মশা মারতে আমরা কত রকম অনেক কিছুই ব্যবহার করা হয়। কিন্তু কিছুতেই কিছু হয় না। মশার কামড় তো খেতেই হয় সঙ্গে নানারকম অসুখেও পরতে হয়।

কিন্তু শুনে অবাক হবেন যে, সারা পৃথিবীতেই মশা ও মশাবাহিত রোগ বিনাশ করতে কাজ করতে শুরু করেছে গুগল। প্রযুক্তির সাহায্যেই মশার ব্যাকটেরিয়া নিয়ন্ত্রণ করার পরিকল্পনা নেয়া হয়েছে।

পরীক্ষামূলক ভাবে কাজ চলছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ফ্রেসনো কাউন্টিতে। ওলবাচিয়া নামের একটি ব্যাকটেরিয়া প্রবেশ করানো হচ্ছে পুরুষ মশার শরীরে। তবে এই ধরনের ব্যাকটেরিয়া মানুষ ও অন্যান্য পশুপাখির ক্ষেত্রে ক্ষতিকারক নয়। এই বিপুল সংখ্যক পুরুষ মশা ছাড়া হচ্ছে নানা এলাকায়।

এই পরীক্ষামূলক প্রকল্পটির অন্যতম সদস্য ও বিজ্ঞানী জ্যকব ক্রফোর্ড জানান, পুরুষ এডিস মশাগুলো স্ত্রী মশার সঙ্গে মিলিত হলেই মশার বংশ ক্রমে ধ্বংস হবে।

9 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন