২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

মসজিদে প্রধানমন্ত্রীর দেয়া টাকা আত্মসাৎ করায় ইমামের কারাদণ্ড

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১১:১৩ অপরাহ্ণ, ২৬ মে ২০২০

বার্তা পরিবেশক, অনলাইন :: ঠাকুরগাঁওয়ে মসজিদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাদ্দকৃত অর্থ আত্মসাতের অভিযোগে জয়নাল আবেদীন মন্ডল নামে এক ইমামকে ছয়মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (২৫ মে) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ভ্রাম্যমান আদালত বসিয়ে এ রায় দেন।
দণ্ডাদেশ পাওয়া জয়নাল আবেদিন সদর উপজেলার শুখানপুখুরী ইউনিয়নের লাউথুতি গ্রামের তোয়াজ শেখের ছেলে। তিনি ওই ইউনিয়নের ব্যাংরোল বুঝারীপাড়া জামে মসজিদে ইমামতি করতেন।
পুলিশ জানায়, ঈদের আগে প্রধানমন্ত্রীর তহবিলের বরাদ্দকৃত অর্থ ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে জেলার সকল মসজিদের টাকা বিতরণ করেন প্রশাসন। এর মধ্যে সদর উপজেলার শুখানপুখুরী ইউনিয়নের ৪৮টি মসজিদের নামের তালিকা দেয় ইসলামিক ফাউন্ডেশনের ইউনিয়ন টিম লিডার জয়নাল আবেদিন। ঈদের আগে সব মসজিদের টাকা প্রশাসন পরিশোধ করলেও টিম লিডার ওই ইউনিয়নের ছয়টি মসজিদের টাকা দেননি বলে অভিযোগ করেন ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আমজাদ আলী।
এ ছাড়া ওই এলাকার লাউথুতি গাইজলখা পাড়া জামে মসজিদ, সারোডুবি মুন্সিপাড়া জামে মসজিদ ও সারোডুবি মাষ্টারপাড়া মসজিদ কমিটি ও ইমামরা পুরো পাঁচহাজার করে টাকা না পাওয়ারও অভিযোগ করেন। পাঁচ হাজার টাকার পরিবর্তে ২৫০০ টাকা দেন টিম লিডার জয়নাল আবেদীন।
এমন অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে প্রমাণ পাওয়ায় তাকে ছয়মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়। সেই সঙ্গে আত্মসাতের টাকা ফেরত দেয়ার নির্দেশ দেন।
এ বিষয়ে ইউএনও আব্দুল্লাহ আল মামুন জানান, তিনটি মসজিদকে ২৫০০-৩৫০০ করে দেয়া হবে এমন খবর পেয়ে তৎক্ষণিকভাবে পুলিশ ফোর্সসহ সেখানে উপস্থিত হয়ে তাকে আটক করা হয়। এ সময় আরো তিনটি মসজিদের ইমাম অভিযোগ করে তাদেরকেও ২৫০০-৩৫০০ টাকা দেন জয়নাল আবেদিন।
ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসারকে ভুয়া তিনজন ইমাম দেখিয়ে টাকা উত্তোলন করেছেন তিনি। যার প্রমাণ মিলেছে। সে কারণে তাকে ছয়মাসের জেলসহ আত্মসাতের টাকা ফেরত দিতে নির্দেশনা দেয়া হয়েছে।

0 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন